পাতা 1 মোট 20
আমাদের কথা
এ বইটি যুব সমাজের উদ্দেশ্যে লেখা।
২০০৪ সালে বইটির প্রথম সংস্করণ প্রকাশ করেছিল
ওয়ার্ল্ড এসেমব্লি অব মুসলিম ইয়থ-
WAMY বাংলাদেশ অফিস।
এখন দ্বিতীয় সংস্করণ প্রকাশ করতে গিয়ে বইটির
প্রথম দিকে আরো চারটি অধ্যায় সংযোজন করে বইটিকে আরো অনেক সমৃদ্ধ ও ফলদায়ক করা
হয়েছে।
যে কোনো মত পথ ও যে কোনো ধর্মে বিশ্বাসী
যুবকরাই বইটি পড়তে পারেন। আশা করি সকলেই এ বইতে চিন্তার খোরাক পাবেন।
মানুষ অশান্তি ও নিরাপত্তাহীনতায় বিধ্বস্ত।
দুর্বীষহ জীবনে অতীষ্ঠ। বিশ্বব্যাপী মানুষ জীবনের মুক্তি সন্ধান করছে।
এ কালের বড় বিজ্ঞানী স্টিফেন হকিং বলেছেন : ‘এ পৃথিবী এখন মানুষের বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। মানুষকে
বাঁচতে হলে এ পৃথিবী ছাড়তে হবে। অন্য কোনো গ্রহে আবাস খুঁজতে হবে।’
কুরআনেও পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি হবার কথা
উল্লেখ করা হয়েছে কারণ উল্লেখসহ। মানুষের স্রষ্টা মহান আল্লাহ বলেন: ‘পৃথিবীর জলে স্থলে বিপর্যয় সৃষ্টি হয়েছে মানুষেরই
কর্মকাণ্ডের ফলে।’
স্টিফেন হকিং মহান আল্লাহর শাশ্বত বাণী আল
কুরআন পড়লে এবং তাতে বিশ্বাস স্থাপন করলে জানতে পারতেন : ১. এ পৃথিবী অবশ্যি একদিন
ধ্বংস হয়ে যাবে এবং অন্যান্য গ্রহও। ২. পৃথিবী ও মানুষের স্রষ্টা মহান আল্লাহর
প্রতি ঈমান এনে তাঁর অবতীর্ণ বিধান মতো জীবন যাপন করলে এ পৃথিবীতেই মানুষ সুখী ও
প্রাচুর্যের জীবন যাপন করতে পারে।
এ বইতে খুব সংক্ষেপে মানুষের শান্তি ও মুক্তির
পথ আলোকিত করা হয়েছে। এ বই পড়ে যে কেউ স্বাধীনভাবে নিজের জীবন চলার পথ বেচে নিতে
পারেন।
আবদুস শহীদ নাসিম
ডিসেম্বর, ২০১০ ঈসায়ী
|