লিখেছেন অধ্যাপক গোলাম আযম
|
Saturday, 14 April 2007 |
পাতা 8 মোট 26
৭. রাসূল (সাঃ)-এর আন্দোলনের বিভিন্ন যুগ ও স্তরক) রাসূল (সাঃ)-এর আন্দোলনের দুটো যুগঃ
১. মাক্কী যুগ- প্রথম ১৩ বছর । এটা সংগ্রাম যুগ ,লোক তৈরীর যুগ বা ব্যক্তি গঠনের যুগ ও নির্যাতনের যুগ ।
২. মাদানী যুগ- হিজরাতের পর ১০বছর। এটা বিজয় যুগ ,সমাজ গঠনের যুগ ,রাষ্ট্র পরিচারনার যুগ ও সশস্ত্র মোকাবেলার যুগ ।
খ) মাক্কী যুগের বিভিন্ন স্তরঃ
তাফহীমুল কুরআনে সূরা আল আনয়ামের ভূমিকায় এর বিস্তারিত আলোচনা আছে।
১. ব্যক্তিগতভাবে বা গোপনে (আন্ডার গ্রাউন্ড ) দাওয়াত ও সংগঠনের সময়কাল ৩ বছর ।
২. প্রকাশ্যে দাওয়াত--বিরোধীদের বিদ্রুপ ও অপপ্রচার এবং নির্যাতনের প্রাথমিক অবস্থার সময়কাল-২ বছর ।
নবুওয়াতের ৫ম বছর রজব মাসে পয়লা কিস্তিতে ১৬ জন (৪ জন মহিলাসহ ) হাবসায় হিজরাত করেন । ২য় কিস্তিতে ১৫ জন মহিলা ও ৮৮ জন পুরুষ হিজরাত করেন।
৩. বিভিন্ন ধরনের অত্যাচার ও নির্যাতন কাল ৫ বছর । নবুওয়াতের ৭ম থেকে ৯ম বছর পূর্ণ ৩ বছর রাসূল (সাঃ) এর নিজ বংশ ‘বনী হাশিম ’ সহ ‘শে’বে আবু তালিব ’ নামক উপত্যকায় কঠোর বন্দী দশা । ১০ম বছরে রাসূল (সাঃ) -এর চাচা আবু তালিব ও বিবি খাদিজা (রাঃ) ইন্তেকাল করেন ।
৩. মাক্কী যুগের শেষ ৩ বছর চরম বিরোধিতা , নিষ্ঠুর নির্যাতন ,এমনকি রাসূল(সাঃ) - কে হত্যার চেষ্টা চলে। এ ৩ বছরে প্রত্যেক হজ্জের সময় মদীনা থেকে আগত লোকেরা ইসলাম কবুল করতে থাকেন। পয়লা বছর ৬জন , ২য় বছর ১২জন বাইয়াত হন (১ম বাইয়াতে আকাবা ) এবং শেষ বছর ৭৫ জন বাইয়াত হন (২য় বাইয়াতে আকাবা )।
গ) মাদানী যুগের বিভিন্ন স্তর -মোট ১০ বছর ।
১. বদর যুদ্ধের পূর্ব পর্যন্ত- ১ বছর ৬ মাস ।
২. বদর থেকে হোদায়বিয়ার সন্ধি পর্যন্ত -৪ বছর ২মাস ।
৩. মক্কা বিজয় পর্যন্ত -১ বছর ১০ মাস ।
৪. মক্কা বিজয়ের পর ২ বছর ৬ মাস।
|
সর্বশেষ আপডেট ( Monday, 09 November 2009 )
|