আন্-নওয়াবীর চল্লিশ হাদীস প্রিন্ট কর ইমেল
লিখেছেন ইয়াহ্ইয়া বিন শারফুদ্দীন আন্-নওয়াবী   
Thursday, 19 April 2007
আর্টিকেল সূচি
আন্-নওয়াবীর চল্লিশ হাদীস
প্রথম দশ হাদীস
দ্বিতীয় দশ হাদীস
তৃতীয় দশ হাদীস
চতুর্থ দশ হাদীস
অতিরিক্ত আরো কিছু হাদীস

متن الأربعين النووية من الأحاديث الصحيحة النبوية
بسم الله الرحمن الرحيم
 
ধর্ম আওকাফ দাওয়া ও এরশাদ মন্ত্রণালয় পাবলিকেশন্স
 

আন্‌-নওয়াবীর
চল্লিশ হাদীস

ইমাম ইয়াহ্‌ইয়া বিন শর্‌ফুদ্দিন আন্‌-নওয়াবী

ভাষান্তরে
নিযামুদ্দিন মোল্লা

প্রতিপাদ্যে
মোহাম্মাদ মতিউল ইসলাম

প্রকাশনায়ঃ মন্ত্রণালয় প্রিন্টিং এণ্ড পাবলিকেশন্স বিভাগ
 
অনুবাদকের কথা
সমস্ত প্রশংসা মহান আল্লাহর- তিনি ইমাম আন্‌-নওয়াবী রাহিমাহুল্লাহ্‌-এর মাতনুল আরবাঈনান্‌-নওয়াবীয়্যাহ্‌ ফিল আহাদীসিস্‌ সহীহাতিন্‌ নববীয়্যাহ্‌ (আন্‌-নওয়াবীর চল্লিশ হাদীস) বাংলায় অনুবাদ করার তৌফিক আমাকে দান করেছেন। হাদীস বিদ্যায় পারদর্শী ইমামদের মধ্যে ইয়াহ্‌ইয়া বিন শর্‌ফুদ্দীন আন্‌-নওয়াবী রাহিমাহুল্লাহ্‌ অতি পরিচিত নাম। সুপ্রসিদ্ধ হাদীস সংকলন 'রিয়াদুস্‌ সালেহীন'-এর সংকলক ইমাম আন্‌-নওয়াবী রাহিমাহুল্লাহর 'চল্লিশ হাদীস' সংকলনটি অতি ক্ষুদ্র হওয়া সত্ত্বেও এতে নির্বাচিত হাদীসের বিষয়বস্তুর গুরুত্ব ও প্রয়োজনীয়তা এ সংকলনকে শুরু থেকেই অতি জনপ্রিয় করে রেখেছে। বাংলা ভাষাভাষী ভাই-বোনদের জন্য এ সংকলনটি বাংলায় অনুদিত হলো।
যারা ইসলামকে জানতে ও বুঝতে চান তাদের জন্য হাদীসের জ্ঞান লাভ করা অত্যাবশ্যকীয়। কারণ, কুরআনের পরই হাদীস হচ্ছে ইসলামী জীবন ব্যবস্থার মূল উৎস। ইসলামের মৌলিক বিষয়াদি সম্পর্কে কারো ধারণা পূর্ণ ও নির্ভূল হতে হলে, হাদীসের জ্ঞান অত্যাবশ্যকীয়।




সর্বশেষ আপডেট ( Tuesday, 06 January 2009 )