লিখেছেন ইয়াহ্ইয়া বিন শারফুদ্দীন আন্-নওয়াবী
|
Thursday, 19 April 2007 |
পাতা 1 মোট 6
متن الأربعين النووية من الأحاديث الصحيحة النبوية
بسم الله الرحمن الرحيم
ধর্ম আওকাফ দাওয়া ও এরশাদ মন্ত্রণালয় পাবলিকেশন্স
আন্-নওয়াবীর
চল্লিশ হাদীস
ইমাম ইয়াহ্ইয়া বিন শর্ফুদ্দিন আন্-নওয়াবী
ভাষান্তরে
নিযামুদ্দিন মোল্লা
প্রতিপাদ্যে
মোহাম্মাদ মতিউল ইসলাম
প্রকাশনায়ঃ মন্ত্রণালয় প্রিন্টিং এণ্ড পাবলিকেশন্স বিভাগ
অনুবাদকের কথা
সমস্ত প্রশংসা মহান আল্লাহর- তিনি ইমাম আন্-নওয়াবী রাহিমাহুল্লাহ্-এর মাতনুল আরবাঈনান্-নওয়াবীয়্যাহ্ ফিল আহাদীসিস্ সহীহাতিন্ নববীয়্যাহ্ (আন্-নওয়াবীর চল্লিশ হাদীস) বাংলায় অনুবাদ করার তৌফিক আমাকে দান করেছেন। হাদীস বিদ্যায় পারদর্শী ইমামদের মধ্যে ইয়াহ্ইয়া বিন শর্ফুদ্দীন আন্-নওয়াবী রাহিমাহুল্লাহ্ অতি পরিচিত নাম। সুপ্রসিদ্ধ হাদীস সংকলন 'রিয়াদুস্ সালেহীন'-এর সংকলক ইমাম আন্-নওয়াবী রাহিমাহুল্লাহর 'চল্লিশ হাদীস' সংকলনটি অতি ক্ষুদ্র হওয়া সত্ত্বেও এতে নির্বাচিত হাদীসের বিষয়বস্তুর গুরুত্ব ও প্রয়োজনীয়তা এ সংকলনকে শুরু থেকেই অতি জনপ্রিয় করে রেখেছে। বাংলা ভাষাভাষী ভাই-বোনদের জন্য এ সংকলনটি বাংলায় অনুদিত হলো।
যারা ইসলামকে জানতে ও বুঝতে চান তাদের জন্য হাদীসের জ্ঞান লাভ করা অত্যাবশ্যকীয়। কারণ, কুরআনের পরই হাদীস হচ্ছে ইসলামী জীবন ব্যবস্থার মূল উৎস। ইসলামের মৌলিক বিষয়াদি সম্পর্কে কারো ধারণা পূর্ণ ও নির্ভূল হতে হলে, হাদীসের জ্ঞান অত্যাবশ্যকীয়।
|
সর্বশেষ আপডেট ( Tuesday, 06 January 2009 )
|