লিখেছেন মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী
|
Friday, 28 December 2007 |
পাতা 13 মোট 18
রাত ও দিনকে তিনি যদি দীর্ঘ করে দেন আল্লাহ রাব্বুল আলামনি বলেন -() হে নবী !বলে দাও তোমরা কি কখনো চিন্তা করে দেখেছো যে আল্লাহ তা’য়ালা যদি রাতকে কিয়ামত পর্যন্ত তোমাদের ওপরে দীর্ঘ করে দেন তাহলে আল্লাহ ব্যতীত আর কোন ইলাহ তোমাদেরকে আলো এনে দিতে পারবে ?তোমরা কি শুনতো পাওনা?
হে নবী তাদেরকে জিজ্ঞেস করো ,তোমরা কি কখনো ভেবে দেখেছো আল্লাহ যদি কিয়ামত পর্যন্ত তোমাদেরে জন্য দিন বানিয়ে দেন তাহলে আল্লাহব্যতীত আর কে ইলাহ আছে যে রাত এনে দিতে পারবে যেন তোমরা শান্তি লাভ করতে পারো? তোমরা কিন্তু এসব কথা ভেবে দেখো না (সূরা কাসাস -৭১ -৭২)
|
সর্বশেষ আপডেট ( Sunday, 31 January 2010 )
|