লিখেছেন মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী
|
Friday, 28 December 2007 |
পাতা 14 মোট 18
সমস্ত কিছুর ভান্ডার আল্লাহরই হাতে
এমন কোনো জিনিস নেই যার ভান্ডার আমার কাছে নেই এবং আমি যে জিনিসই অবতীর্ণ করি একটি নির্ধারিত পরিমাণেই করে থাকি। বৃষ্টিবাহী বায়ূ আমিই পাঠাই । তারপর আকাশ থেকে পানি বর্ষণ করি এবং এ পানি দিয়ে তোমাদেও পিপাসা মিটাই। এ সম্পদেও ভান্ডার তোমাদের হাতে নেই। জীবন ওমৃত্যু আমিই দান করি এবং আমিই হবো সবার উত্তরাধিকারী। তোমাদের পূর্বে যারা গত হয়েছে তাদেরকে আমি দেখে রেখেছি এবং পরবর্তী আগমনকারীরাও আমার দৃষ্টি সমক্ষে আছে। অবশ্যি তোমার রব তাদের সবাইকে একত্র করবেন। তিনি জ্ঞানময় ও সবকিছু জানেন। (সূরা আল হিজর- ২১ -২৫) () আর তিনিই দুই সাগরকে মিলিত করেছেন। একটি সুস্বাদু ও মিষ্ট এবং অন্যটি লোনা ও খার। আর দুয়ের মাঝে একটি অন্তরাল রয়েছে,একটি বাধা তাদের একাকার হবার পথে প্রতিবন্ধক সৃষ্টি করে রেখেছে। আর তিনিই পানি থেকে একটি মানুষ তৈরী করেছেন, আবার তার থেকে বংশীয় ও শ্বশুরালয়ের দুটো পৃথক ধারা চালিয়েছেন। তোমার রব বড়ই শক্তি সম্পন্ন। (সূরা আল ফুরকান- ৫৩- ৫৪)
|
সর্বশেষ আপডেট ( Sunday, 31 January 2010 )
|