লিখেছেন মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী
|
Friday, 28 December 2007 |
পাতা 9 মোট 18
সৃষ্টি কাজে কেউ অংশীদার ছিল না
সৃষ্টি কাজে মহান আল্লাহ রাব্বুল আলামীনের সাথে কেউ অংশীদার ছিলো না । তিনি একাই আপন ক্ষমতা বলে সমস্ত কিছু সৃষ্টি করেছেন। সুতরাং গোলামী করতে হবে একমাত্র আল্লাহতায়ালার। যেসব মানুষ আইন কানুন মতবাদ মতাদর্শ তৈরী করে অন্য মানুষকে তা মেনে চলার জন্য আহবান জানায় তারা হলো পথভ্রষ্টকারী। আল্লাহ তা’য়ালার সৃষ্টি কাজে এদের অংশ গ্রহণ দূরে থাক, এরা নিজেরাই মহান আল্লাহর সৃষ্টি । সুতরাং যিনি সৃষ্টি করেছেন ,একমাত্র তারই আইন মেনে চলতে হবে। আল্লাহতা’য়ালা বলেন- () আমি আকাশ ওযমীন সৃষ্টি করার সময় তাদেরকে ডেকে পাঠাইনি । আর না আমার সৃষ্টি কাজে তাদেরকে শরীক করেছিলাম। আর পথভ্রষ্টকারীদেরকে নিজের সাহায্যকারী হিসেবে গ্রহণ করা আমার নীতি নয়। (সূরা কাহফ- ৫১)
|
সর্বশেষ আপডেট ( Sunday, 31 January 2010 )
|