লিখেছেন সাইয়েদ আবুল আ'লা মওদুদী
|
Saturday, 01 March 2008 |
পাতা 1 মোট 6 মানব চরিত মুলত এমন এক বিশ্বব্যাপী শাশ্বত সত্য যা দুনিয়ার সকল মানুষই অবগত আছে। পাপ ও পুন্য কিংবা ভাল ও মন্দ এমন কোন গোপনীয় বস্তু্ নয় যে, এটাকে অন্য কোন স্থান হতে খুজে বের করে আনতে হবে। এতে তো মানুষের জ্ঞাত ও চির পরিচিত সত্য। এর চেতনা ও অনুভুতি মানব প্রকৃতিতে
খুবই স্বাভাবিক। কুরআনের ভাষায় ?? আল্লাহ তায়ালা মানব প্রকৃতিতে ভালো এবং
মন্দের জ্ঞান স্বাভাবিকভাবেই দান করেছেন। নেকীকে ‘মারূফ’ (জানা) এবং পাপকে
‘মুনকার (অজানা) নামে অভিহিত করা হয়েছে।
এ ছাড়াও চরিত্র সম্পর্কে বিভিন্ন আদর্শের সৃষ্টি হলো কেন? কেনইবা বিভিন্ন
চরিত্র নীতির মধ্যে আকাশ-পাতাল পার্থক্য সৃষ্টি হলো? উল্লেখিত প্রশ্নগুলো
সম্পর্কে ইসলামের জবাব এবং সেই অনুযায়ী রচিত বিশেষ ধরনের চরিত্র বিধান
সম্পর্কেই এ পুস্তকখানিতে আলোচনা পেশ করেছেন বর্তমান শতকের শ্রেষ্ঠ ইসলামী
চিন্তানায়ক মাওলানা সাইয়েদ আবুল আ’লা মওদূদী রাহমাতুল্লাহ আলাইহে তার ??
নামক উর্দু গ্রন্থে, ‘ইসলামের জীবন পদ্ধতি’ তারই বাংলা অনুবাদ। ইতিমধ্যে
বাংলা ভাষায় বইখানির বেশ কয়েকটি সংস্করণই শেষ হয়েছে। পাঠকবর্গের আগ্রহ ও
চাহিদার প্রতি লক্ষ্য রেখে এর পুন:প্রকাশ করা হলো।
প্রকাশক
|
সর্বশেষ আপডেট ( Thursday, 26 August 2010 )
|