সঠিকভাবে আরবি দেখার জন্য PDMS Saleem Quran Font ফন্টটি ডাউনলোড করে ইনস্টল করুন।
আরবি কুরআনের টেক্সট তানজিল.ইনফো থেকে ডাউনলোড করা হয়েছে।
আমাদের টাইপ করা বইগুলোতে বানান ভুল রয়ে গিয়েছে প্রচুর। আমরা ভুলগুলো ঠিক করার চেষ্টা করছি ক্রমাগত। ভুল শুধরানো এবং টাইপ সেটিং জড়িত কাজে সহায়তা করতে যোগাযোগ করুন আমাদের সাথে।
<< সূরা তালিকা
আন নাস
ভূমিকা (নামকরণ, শানে নুযূল, পটভূমি ও বিষয়বস্তুর জন্য ক্লিক করুন)

﴿بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ﴾
১) বলো , আমি আশ্রয় চাচ্ছি মানুষের রব ,  
﴿مَلِكِ النَّاسِ﴾
২) মানুষের বাদশাহ ,  
﴿إِلَٰهِ النَّاسِ﴾
৩) মানুষের প্রকৃত মাবুদের কাছে, 
﴿مِن شَرِّ الْوَسْوَاسِ الْخَنَّاسِ﴾
৪) এমন প্ররোচনা দানকারীর অনিষ্ট থেকে  
﴿الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِ﴾
৫) যে বারবার ফিরে আসে , যে মানুষের মনে প্ররোচনা দান করে ,  
﴿مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ﴾
৬) সে জিনের মধ্য থেকে হোক বা মানুষের মধ্য থেকে৷