সঠিকভাবে আরবি দেখার জন্য PDMS Saleem Quran Font ফন্টটি ডাউনলোড করে ইনস্টল করুন।
আরবি কুরআনের টেক্সট তানজিল.ইনফো থেকে ডাউনলোড করা হয়েছে।
আমাদের টাইপ করা বইগুলোতে বানান ভুল রয়ে গিয়েছে প্রচুর। আমরা ভুলগুলো ঠিক করার চেষ্টা করছি ক্রমাগত। ভুল শুধরানো এবং টাইপ সেটিং জড়িত কাজে সহায়তা করতে যোগাযোগ করুন আমাদের সাথে।
<< সূরা তালিকা
আত তাকবীর
ভূমিকা (নামকরণ, শানে নুযূল, পটভূমি ও বিষয়বস্তুর জন্য ক্লিক করুন)

﴿بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ إِذَا الشَّمْسُ كُوِّرَتْ﴾
১) যখন সূর্য গুটিয়ে নেয়া হবে৷ 
﴿وَإِذَا النُّجُومُ انكَدَرَتْ﴾
২) যখন তারকারা চারদিকে বিক্ষিপ্ত হয়ে যাবে৷  
﴿وَإِذَا الْجِبَالُ سُيِّرَتْ﴾
৩) যখন পাহাড়গুলোকে চলমান করা হবে৷ 
﴿وَإِذَا الْعِشَارُ عُطِّلَتْ﴾
৪) যখন দশ মাসের গর্ভবতী উটনীগুলোকে তাদের অবস্থার ওপর ছেড়ে দেয়া হবে৷  
﴿وَإِذَا الْوُحُوشُ حُشِرَتْ﴾
৫) যখন বন্য পশুদের চারদিকে থেকে এনে একত্র করা হবে৷ 
﴿وَإِذَا الْبِحَارُ سُجِّرَتْ﴾
৬) যখন সমুদ্রগুলোতে আগুন ধরিয়ে দেয়া হবে৷  
﴿وَإِذَا النُّفُوسُ زُوِّجَتْ﴾
৭) যখন প্রাণসমূয়হকে  ( দেহের সাথে ) জুড়ে দেয়া হবে৷  
﴿وَإِذَا الْمَوْءُودَةُ سُئِلَتْ﴾
৮) যখন জীবিত পুঁতে ফেলা মেয়েকে জিজ্ঞেস করা হবে ,  
﴿بِأَيِّ ذَنبٍ قُتِلَتْ﴾
৯) কোন অপরাধে তাকে হত্যা করা হয়েছে ?  
﴿وَإِذَا الصُّحُفُ نُشِرَتْ﴾
১০) যখন আমলনামাসহ খুলে ধরা হবে৷  
﴿وَإِذَا السَّمَاءُ كُشِطَتْ﴾
১১) যখন আকাশের পরদা সরিয়ে ফেলা হবে৷ ১০  
﴿وَإِذَا الْجَحِيمُ سُعِّرَتْ﴾
১২) যখন জাহান্নামের আগুন জ্বালিয়ে দেয়া হবে  
﴿وَإِذَا الْجَنَّةُ أُزْلِفَتْ﴾
১৩) এবং জান্নাতকে নিকটে আনা হবে৷১১  
﴿عَلِمَتْ نَفْسٌ مَّا أَحْضَرَتْ﴾
১৪) সে সময় প্রত্যেক ব্যক্তি জনতে পারবে সে কি নিয়ে এসেছে৷ কাজেই , না , ১২  
﴿فَلَا أُقْسِمُ بِالْخُنَّسِ﴾
১৫) আমি কসম খাচ্ছি পেছনে ফিরে আসা  
﴿الْجَوَارِ الْكُنَّسِ﴾
১৬) ও অদৃশ্য হয়ে যাওয়া তারকারাজির এবং রাত্রির ,  
﴿وَاللَّيْلِ إِذَا عَسْعَسَ﴾
১৭) যখন তা বিদায় নিয়েছে  
﴿وَالصُّبْحِ إِذَا تَنَفَّسَ﴾
১৮) এবং প্রভাতের , যখন তা শ্বাস ফেলেছে৷ ১৩  
﴿إِنَّهُ لَقَوْلُ رَسُولٍ كَرِيمٍ﴾
১৯) এটি প্রকৃতপক্ষে একজন সম্মানিত বাণীবাহকের বাণী ,১৪ 
﴿ذِي قُوَّةٍ عِندَ ذِي الْعَرْشِ مَكِينٍ﴾
২০) যিনি বড়ই শক্তিধর ,১৫  আরশের মালিকের কাছে উন্নত মর্যাদার অধিকারী ,  
﴿مُّطَاعٍ ثَمَّ أَمِينٍ﴾
২১) সেখানে তার হুকুম মেনে চলা হয় , ১৬  তিনি আস্থাভাজন ৷ ১৭  
﴿وَمَا صَاحِبُكُم بِمَجْنُونٍ﴾
২২) আর ( হে মক্কাবাসীরা ! ) তোমাদের সাথী ১৮ পাগল নয়৷  
﴿وَلَقَدْ رَآهُ بِالْأُفُقِ الْمُبِينِ﴾
২৩) সেই বাণীবাহককে দেখেছে উজ্জ্বল দিগন্তে ৷১৯ 
﴿وَمَا هُوَ عَلَى الْغَيْبِ بِضَنِينٍ﴾
২৪) আর সে গায়েবের ( এই জ্ঞান লোকদের কাছে পৌঁছানেরা ) ব্যাপারে কৃপণ নয়৷২০  
﴿وَمَا هُوَ بِقَوْلِ شَيْطَانٍ رَّجِيمٍ﴾
২৫) এটা কোন অভিশপ্ত শয়তানের বাক্য নয়৷ ২১  
﴿فَأَيْنَ تَذْهَبُونَ﴾
২৬) কাজেই তোমরা কোথায় চলে যাচ্ছো ?  
﴿إِنْ هُوَ إِلَّا ذِكْرٌ لِّلْعَالَمِينَ﴾
২৭) এটা তো সারা জাহানের অধিবাসীদের জন্য একটা উপদেশ ৷  
﴿لِمَن شَاءَ مِنكُمْ أَن يَسْتَقِيمَ﴾
২৮) তোমাদের মধ্য থেকে এমন প্রত্যেক ব্যক্তির জন্য , যে সত্য সরল পথে চলতে চায়৷ ২২  
﴿وَمَا تَشَاءُونَ إِلَّا أَن يَشَاءَ اللَّهُ رَبُّ الْعَالَمِينَ﴾
২৯) আর তোমাদের চাইলেই কিছু হয় না , যতক্ষণ না আল্লাহ রাব্বুল আলামীন তা চান৷২৩