সঠিকভাবে আরবি দেখার জন্য PDMS Saleem Quran Font ফন্টটি ডাউনলোড করে ইনস্টল করুন।
আরবি কুরআনের টেক্সট তানজিল.ইনফো থেকে ডাউনলোড করা হয়েছে।
আমাদের টাইপ করা বইগুলোতে বানান ভুল রয়ে গিয়েছে প্রচুর। আমরা ভুলগুলো ঠিক করার চেষ্টা করছি ক্রমাগত। ভুল শুধরানো এবং টাইপ সেটিং জড়িত কাজে সহায়তা করতে যোগাযোগ করুন আমাদের সাথে।
<< সূরা তালিকা
আল লাইল
ভূমিকা (নামকরণ, শানে নুযূল, পটভূমি ও বিষয়বস্তুর জন্য ক্লিক করুন)

﴿بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ وَاللَّيْلِ إِذَا يَغْشَىٰ﴾
১) রাতের কসম যখন তা ঢেকে যায়৷  
﴿وَالنَّهَارِ إِذَا تَجَلَّىٰ﴾
২) দিনের কসম যখন তা উজ্জ্বল হয়৷  
﴿وَمَا خَلَقَ الذَّكَرَ وَالْأُنثَىٰ﴾
৩) আর সেই সত্তার কসম যিনি পুরুষ ও স্ত্রী সৃষ্টি করেছেন ৷ 
﴿إِنَّ سَعْيَكُمْ لَشَتَّىٰ﴾
৪) আসলে তোমাদের প্রচেষ্টা নানা ধরনের৷ 
﴿فَأَمَّا مَنْ أَعْطَىٰ وَاتَّقَىٰ﴾
৫) কাজেই যে ( আল্লাহর পথে ) ধন সম্পদ দান করেছে ,  
﴿وَصَدَّقَ بِالْحُسْنَىٰ﴾
৬) ( আল্লাহর নাফরমানি থেকে ) দূরে থেকেছে  
﴿فَسَنُيَسِّرُهُ لِلْيُسْرَىٰ﴾
৭) এবং সৎবৃত্তিতে সত্য বলে মেনে নিয়েছে , তাকে আমি সহজ পথের সুযোগ - সুবিধা দেবো৷ 
﴿وَأَمَّا مَن بَخِلَ وَاسْتَغْنَىٰ﴾
৮) আর যে কৃপণতা করেছে , আল্লাহ থেকে বেপরোয়া হয়ে গেছে  
﴿وَكَذَّبَ بِالْحُسْنَىٰ﴾
৯) এবং সৎবৃত্তিকে মিথ্যা গণ্য করেছে , 
﴿فَسَنُيَسِّرُهُ لِلْعُسْرَىٰ﴾
১০) তাকে আমি কঠিন পথের সুযোগ - সুবিধা দেবো৷ 
﴿وَمَا يُغْنِي عَنْهُ مَالُهُ إِذَا تَرَدَّىٰ﴾
১১) আর তার ধন - সম্পদ তার কোন কাজে লাগবে যখন সে ধবংস হয়ে যাবে ?  
﴿إِنَّ عَلَيْنَا لَلْهُدَىٰ﴾
১২) নিসন্দেহে পথনির্দেশ দেয়া তো আমার দায়িত্বের অন্তরভুক্ত৷ 
﴿وَإِنَّ لَنَا لَلْآخِرَةَ وَالْأُولَىٰ﴾
১৩) আর আসলে আমি তো আখেরাত ও দুনিয়া উভয়েরই মালিক৷ 
﴿فَأَنذَرْتُكُمْ نَارًا تَلَظَّىٰ﴾
১৪) তাই আমি তোমাদের সাবধান করে দিয়েছি জ্বলন্ত আগুন থেকে৷ 
﴿لَا يَصْلَاهَا إِلَّا الْأَشْقَى﴾
১৫) যে চরম হতভাগ্য ব্যক্তি মিথ্যা আরোপ করেছে ও মুখ ফিরিয়ে নিয়েছে  
﴿الَّذِي كَذَّبَ وَتَوَلَّىٰ﴾
১৬) সে ছাড়া আর কেউ তাতে ঝলসে যাবে না৷ 
﴿وَسَيُجَنَّبُهَا الْأَتْقَى﴾
১৭) আর যে পরম মুত্তাকী ব্যক্তি পবিত্রতা অর্জনের জন্য নিজের ধন - সম্পদ দান করে 
﴿الَّذِي يُؤْتِي مَالَهُ يَتَزَكَّىٰ﴾
১৮) তাকে তা থেকে দূরে রাখা হবে৷ 
﴿وَمَا لِأَحَدٍ عِندَهُ مِن نِّعْمَةٍ تُجْزَىٰ﴾
১৯) তার প্রতি কারো কোন অনুগ্রহ নেই যার প্রতিদান তাকে দিতে হবে৷ 
﴿إِلَّا ابْتِغَاءَ وَجْهِ رَبِّهِ الْأَعْلَىٰ﴾
২০) সেতো কেবলমাত্র নিজের রবের সন্তুষ্টিলাভের জন্য এ কাজ করে ৷১০  
﴿وَلَسَوْفَ يَرْضَىٰ﴾
২১) আর তিনি অবশ্যি ( তার প্রতি ) সন্তুষ্ট হবেন৷১১