আমাদের সম্পর্কে প্রিন্ট কর ইমেল

ইসলাম অন্যান্য ধর্মের মত শুধুমাত্র একটি "ধর্ম" নয়; বরং একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা - এ সচেতনতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সারা পৃথিবীর অসংখ্য সংগঠন-আন্দোলন এবং আলেম-উলামা; এ উদ্দেশ্যে লেখা হচ্ছে অনেক বই। নানা সময়ে লেখা পবিত্র কুরআনের তাফসীর, হাদীসের সংকলন, রাসূল (স) এর জীবনী, ইতিহাস এবং ইসলামের আদর্শিক সমস্ত বই নিয়ে এক বিশাল অনলাইন লাইব্রেরি গড়ে তোলার স্বপ্ন দেখছিলেন একদল আল্লাহর বান্দা। এ ওয়েবসাইট সে স্বপ্নেরই প্রাথমিক ফসল।


পরিমাণ: 
মুদ্রা: 

এই ওয়েবসাইটটি সম্পূর্ণ অলাভজনক এবং শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য সৃষ্ট। কয়েকজন নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবক এর পরিচালনা করেন। খরচ পুরোটুকুই অনুদানের মাধ্যমে সংগৃহীত হয়ে থাকে। আল্লাহর দ্বীনের এ কাজে অংশগ্রহণের সুযোগ অপরিসীম - আপনি নিজে অনুদান দিতে পারেন, অন্যদের থেকে সংগ্রহ করে দিতে পারেন; টাইপ করতে সহায়তা করতে পারেন, পারেন প্রেস থেকে বই সংগ্রহ করে দিতে; কাজে লাগাতে পারেন আপনার টেকনিক্যাল জ্ঞানগুলো; সর্বোপরি আল্লাহর কাছে এই ওয়েবসাইট এবং তার স্বেচ্ছাসেবকদের জন্য দু'আ করতে পারেন। আগ্রহী হলে যোগাযোগ করুন।

দয়াময় আল্লাহ আমাদের বিশুদ্ধ নিয়ত আর ভালো কাজগুলো কবুল করুন। আমীন।