সঠিকভাবে আরবি দেখার জন্য PDMS Saleem Quran Font ফন্টটি ডাউনলোড করে ইনস্টল করুন।
আরবি কুরআনের টেক্সট তানজিল.ইনফো থেকে ডাউনলোড করা হয়েছে।
আমাদের টাইপ করা বইগুলোতে বানান ভুল রয়ে গিয়েছে প্রচুর। আমরা ভুলগুলো ঠিক করার চেষ্টা করছি ক্রমাগত। ভুল শুধরানো এবং টাইপ সেটিং জড়িত কাজে সহায়তা করতে যোগাযোগ করুন আমাদের সাথে।
<< সূরা তালিকা
আল আদিয়াত
ভূমিকা (নামকরণ, শানে নুযূল, পটভূমি ও বিষয়বস্তুর জন্য ক্লিক করুন)

﴿بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ وَالْعَادِيَاتِ ضَبْحًا﴾
১) কসম সেই (ঘোড়া ) গুলোর যারা হ্রেষারব সহকারে দৌড়ায়৷  
﴿فَالْمُورِيَاتِ قَدْحًا﴾
২) তারপর (খুরের আঘাতে) আগুনের ফুলকি ঝরায়৷  
﴿فَالْمُغِيرَاتِ صُبْحًا﴾
৩) তারপর অতর্কিত আক্রমণ চালায় প্রভাতকালে৷  
﴿فَأَثَرْنَ بِهِ نَقْعًا﴾
৪) তারপর এ সময় ধূলা উড়ায় 
﴿فَوَسَطْنَ بِهِ جَمْعًا﴾
৫) এবং এ অবস্থায় কোন জনপদের ভিড়ের মধ্যে ঢুকে পড়ে৷ 
﴿إِنَّ الْإِنسَانَ لِرَبِّهِ لَكَنُودٌ﴾
৬) আসলে মানুষ তার রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ৷ 
﴿وَإِنَّهُ عَلَىٰ ذَٰلِكَ لَشَهِيدٌ﴾
৭) আর সে নিজেরই এর সাক্ষী৷ 
﴿وَإِنَّهُ لِحُبِّ الْخَيْرِ لَشَدِيدٌ﴾
৮) অবশ্য সে ধন দৌলতের মোহে খুব বেশী মত্ত৷ 
﴿أَفَلَا يَعْلَمُ إِذَا بُعْثِرَ مَا فِي الْقُبُورِ﴾
৯) তবে কি সে সেই সময়ের কথা জানে না  যখন কবরের মধ্যে যা কিছু ( দাফন করা ) আছে সেসব বের করে আনা হবে 
﴿وَحُصِّلَ مَا فِي الصُّدُورِ﴾
১০) এবং বুকের মধ্যে যা কিছু ( লুকানো ) আছে সব বের করে এনে যাচাই করা হবে ? 
﴿إِنَّ رَبَّهُم بِهِمْ يَوْمَئِذٍ لَّخَبِيرٌ﴾
১১) অবশ্য সেদিন তাদের রব তাদের সম্পর্কে ভালোভাবেই অবগত থাকবেন৷