সঠিকভাবে আরবি দেখার জন্য PDMS Saleem Quran Font ফন্টটি ডাউনলোড করে ইনস্টল করুন।
আরবি কুরআনের টেক্সট তানজিল.ইনফো থেকে ডাউনলোড করা হয়েছে।
আমাদের টাইপ করা বইগুলোতে বানান ভুল রয়ে গিয়েছে প্রচুর। আমরা ভুলগুলো ঠিক করার চেষ্টা করছি ক্রমাগত। ভুল শুধরানো এবং টাইপ সেটিং জড়িত কাজে সহায়তা করতে যোগাযোগ করুন আমাদের সাথে।
<< সূরা তালিকা
আল মুরসালাত
ভূমিকা (নামকরণ, শানে নুযূল, পটভূমি ও বিষয়বস্তুর জন্য ক্লিক করুন)

﴿بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ وَالْمُرْسَلَاتِ عُرْفًا﴾
১) শপথ সে (বাতাসের )যা একের পর এক প্রেরিত হয়৷  
﴿فَالْعَاصِفَاتِ عَصْفًا﴾
২) তারপর ঝড়ের গতিতে প্রবাহিত হয়  
﴿وَالنَّاشِرَاتِ نَشْرًا﴾
৩) এবং (মেঘমালাকে)বহন করে নিয়ে ছড়িয়ে দেয়৷  
﴿فَالْفَارِقَاتِ فَرْقًا﴾
৪) তারপর তাকে ফেঁড়ে বিচ্ছিন্ন করে৷  
﴿فَالْمُلْقِيَاتِ ذِكْرًا﴾
৫) অতপর (মনে আল্লাহর)স্মরণ জাগিয়ে দেয়,  
﴿عُذْرًا أَوْ نُذْرًا﴾
৬) ওজর হিসেবে অথবা ভীতি হিসেবে৷  
﴿إِنَّمَا تُوعَدُونَ لَوَاقِعٌ﴾
৭) যে জিনিসের প্রতিশ্রুতি তোমাদের দেয়া হচ্ছে   তা অবশ্যই সংঘটিত হবে৷  
﴿فَإِذَا النُّجُومُ طُمِسَتْ﴾
৮) অতপর তারকাসমূহ যখন নিষ্প্রভ হয়ে যাবে  
﴿وَإِذَا السَّمَاءُ فُرِجَتْ﴾
৯) এবং আসমান ফেঁড়ে দেয়া হবে  
﴿وَإِذَا الْجِبَالُ نُسِفَتْ﴾
১০) আর পাহাড় ধুনিত করা হবে  
﴿وَإِذَا الرُّسُلُ أُقِّتَتْ﴾
১১) এবং রসূলের হাজির হওয়ার সময় এসে পড়বে৷  
﴿لِأَيِّ يَوْمٍ أُجِّلَتْ﴾
১২) (সেদিন ঐ ঘটনাটি সংঘটিত হবে)৷ কোন দিনের জন্য একাজ বিলম্বিত করা হয়েছে?  
﴿لِيَوْمِ الْفَصْلِ﴾
১৩) ফায়সালার দিনের জন্য৷  
﴿وَمَا أَدْرَاكَ مَا يَوْمُ الْفَصْلِ﴾
১৪) তুমি কি জান সে ফায়সালার দিনটি কি?  
﴿وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ﴾
১৫) সেদিন ধ্বংস অপেক্ষা করছে মিথ্যা আরোপকারীদের জন্য৷  
﴿أَلَمْ نُهْلِكِ الْأَوَّلِينَ﴾
১৬) আমি কি পূর্ববর্তীদের ধ্বংস করিনি?  
﴿ثُمَّ نُتْبِعُهُمُ الْآخِرِينَ﴾
১৭) আবার পরবর্তী লোকদের তাদের অনুগামী করে দেব৷  
﴿كَذَٰلِكَ نَفْعَلُ بِالْمُجْرِمِينَ﴾
১৮) অপরাধীদের সাথে আমরা এরূপই করে থাকি৷  
﴿وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ﴾
১৯) সেদিন ধ্বংস অপেক্ষা করছে মিথ্যা আরোপকারীদের জন্য৷ ১০  
﴿أَلَمْ نَخْلُقكُّم مِّن مَّاءٍ مَّهِينٍ﴾
২০) আমি কি তোমাদেরকে এক নগণ্য পানি থেকে সৃষ্টি করিনি  
﴿فَجَعَلْنَاهُ فِي قَرَارٍ مَّكِينٍ﴾
২১) এবং একটি নির্দিষ্ট সময়ের জন্য ১১  
﴿إِلَىٰ قَدَرٍ مَّعْلُومٍ﴾
২২) একটি নির্দিষ্ট জায়গায় তা স্থাপন করেছিলাম না? ১২  
﴿فَقَدَرْنَا فَنِعْمَ الْقَادِرُونَ﴾
২৩) তাহলে দেখো,আমি তা করতে পেরেছি৷ অতএব আমি অত্যন্ত নিপুণ ক্ষমতাধর৷ ১৩  
﴿وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ﴾
২৪) সেদিন ধ্বংস রয়েছে মিথ্যা আরোপকারীদের জন্য৷ ১৪  
﴿أَلَمْ نَجْعَلِ الْأَرْضَ كِفَاتًا﴾
২৫) আমি কি যমীনকে ধারণ ক্ষমতার অধিকারী বানাইনি,  
﴿أَحْيَاءً وَأَمْوَاتًا﴾
২৬) জীবিত ও মৃত উভয়ের জন্য?  
﴿وَجَعَلْنَا فِيهَا رَوَاسِيَ شَامِخَاتٍ وَأَسْقَيْنَاكُم مَّاءً فُرَاتًا﴾
২৭) আর আমি তাতে স্থাপন করেছি সুদৃঢ় উচ্চ পর্বতমালা আর পান করিয়েছি তোমাদেরকে সুপেয় পানি৷ ১৫  
﴿وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ﴾
২৮) সেদিন ধ্বংস রয়েছে মিথ্যা আরোপকারীদের জন্য৷ ১৬  
﴿انطَلِقُوا إِلَىٰ مَا كُنتُم بِهِ تُكَذِّبُونَ﴾
২৯) চলো ১৭   এখন সে জিনিসের কাছে যাকে তোমরা মিথ্যা বলে মনে করতে৷  
﴿انطَلِقُوا إِلَىٰ ظِلٍّ ذِي ثَلَاثِ شُعَبٍ﴾
৩০) চলো সে ছায়ার কাছে যার আছে তিনটি শাখা৷ ১৮  
﴿لَّا ظَلِيلٍ وَلَا يُغْنِي مِنَ اللَّهَبِ﴾
৩১) যে ছায়া ঠাণ্ডা নয় আবার আগুনের শিখা থেকে রক্ষাও করে না৷  
﴿إِنَّهَا تَرْمِي بِشَرَرٍ كَالْقَصْرِ﴾
৩২) সে আগুণ প্রাসাদের মত বড় বড় ষ্ফূলিঙ্গ নিক্ষেপ করবে৷  
﴿كَأَنَّهُ جِمَالَتٌ صُفْرٌ﴾
৩৩) (উৎক্ষেপণের সময় যা দেখে মনে হবে) তবে যেন হলুদ বর্ণের উট৷ ১৯  
﴿وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ﴾
৩৪) সেদিন ধবংস রয়েছে মিথ্যা আরোপকারীদের জন্য৷  
﴿هَٰذَا يَوْمُ لَا يَنطِقُونَ﴾
৩৫) এটি সেদিন যেদিন তারা না কিছু বলবে  
﴿وَلَا يُؤْذَنُ لَهُمْ فَيَعْتَذِرُونَ﴾
৩৬) এবং না তাদেরকে ওপর পেশ করার সুযোগ দেয়া হবে৷ ২০  
﴿وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ﴾
৩৭) সেদিন ধ্বংস রয়েছে মিথ্যা আরোপকারীদের জন্য৷  
﴿هَٰذَا يَوْمُ الْفَصْلِ ۖ جَمَعْنَاكُمْ وَالْأَوَّلِينَ﴾
৩৮) এটা চূড়ান্ত ফায়সালার দিন৷ আমি তোমাদের ও তোমাদের পূর্ববর্তী লোকদের একত্রিত করেছি৷  
﴿فَإِن كَانَ لَكُمْ كَيْدٌ فَكِيدُونِ﴾
৩৯) তোমাদের যদি কোন অপকৌশল থেকে থাকে তাহলে আমার বিরুদ্ধে প্রয়োগ করে দেখো ২১  
﴿وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ﴾
৪০) সেদিন ধ্বংস রয়েছে মিথ্যা আরোপকারীদের জন্য৷  
﴿إِنَّ الْمُتَّقِينَ فِي ظِلَالٍ وَعُيُونٍ﴾
৪১) মুত্তাকীরা ২২   আজ সুশীলত ছায়া ও ঝর্ণাধারার মধ্যে অবস্থান করছে৷  
﴿وَفَوَاكِهَ مِمَّا يَشْتَهُونَ﴾
৪২) আর যে ফল তারা কামনা করে (তা তাদের জন্য প্রস্তুত)৷  
﴿كُلُوا وَاشْرَبُوا هَنِيئًا بِمَا كُنتُمْ تَعْمَلُونَ﴾
৪৩) যে কাজ তোমরা করে এসেছো তার পুরষ্কার স্বরূপ আজ তোমরা মজা করে খাও এবং পান করো৷  
﴿إِنَّا كَذَٰلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ﴾
৪৪) আমি নেককার লোকদের এরূপ পুরষ্কারই দিয়ে থাকি৷  
﴿وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ﴾
৪৫) সেদিন ধ্বংস রয়েছে মিথ্যা আরোপকারীদের জন্য৷ ২৩  
﴿كُلُوا وَتَمَتَّعُوا قَلِيلًا إِنَّكُم مُّجْرِمُونَ﴾
৪৬) খেয়ে নাও ২৪   এবং ফূর্তি কর ৷ কিছুদিনের জন্য ২৫   আসলে তো তোমরা অপরাধী৷  
﴿وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ﴾
৪৭) সেদিন ধ্বংস রয়েছে মিথ্যা আরোপকারীদের জন্য ৷  
﴿وَإِذَا قِيلَ لَهُمُ ارْكَعُوا لَا يَرْكَعُونَ﴾
৪৮) যখন তাদের বলা হয়, আল্লাহর সামনে অবনত হও,তখন তারা অবনত হয় না৷ ২৬  
﴿وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ﴾
৪৯) সেদিন ধ্বংস রয়েছে মিথ্যা আরোপকারীদের জন্য৷  
﴿فَبِأَيِّ حَدِيثٍ بَعْدَهُ يُؤْمِنُونَ﴾
৫০) এখন এ কুরআন ছাড়া আর কোন বাণী এমন হতে পারে যার ওপর এরা ঈমান আনবে? ২৭