সঠিকভাবে আরবি দেখার জন্য PDMS Saleem Quran Font ফন্টটি ডাউনলোড করে ইনস্টল করুন।
আরবি কুরআনের টেক্সট তানজিল.ইনফো থেকে ডাউনলোড করা হয়েছে।
আমাদের টাইপ করা বইগুলোতে বানান ভুল রয়ে গিয়েছে প্রচুর। আমরা ভুলগুলো ঠিক করার চেষ্টা করছি ক্রমাগত। ভুল শুধরানো এবং টাইপ সেটিং জড়িত কাজে সহায়তা করতে যোগাযোগ করুন আমাদের সাথে।
<< সূরা তালিকা
আন নাবা
ভূমিকা (নামকরণ, শানে নুযূল, পটভূমি ও বিষয়বস্তুর জন্য ক্লিক করুন)

﴿بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ عَمَّ يَتَسَاءَلُونَ﴾
১) এরা কি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করছে ? 
﴿عَنِ النَّبَإِ الْعَظِيمِ﴾
২) 2 সেই বড় খবরটা সম্পর্কে কি , 
﴿الَّذِي هُمْ فِيهِ مُخْتَلِفُونَ﴾
৩) যে ব্যাপারে এরা নানান ধরনের কথা বলে ও ঠাট্টা - বিদ্রুপ করে ফিরছে ? 
﴿كَلَّا سَيَعْلَمُونَ﴾
৪) কখনো না শীঘ্রই এরা জানতে পারবে৷  
﴿ثُمَّ كَلَّا سَيَعْلَمُونَ﴾
৫) হাঁ কখখনো না , শীঘ্রই এরা জানতে পারবে৷ 
﴿أَلَمْ نَجْعَلِ الْأَرْضَ مِهَادًا﴾
৬) একথা কি সত্য নয় , আমি যমীনকে বিছানা বানিয়েছি ?  
﴿وَالْجِبَالَ أَوْتَادًا﴾
৭) পাহাড়গুলোকে গেঁড়ে দিয়েছি পেরেকের মতো ?  
﴿وَخَلَقْنَاكُمْ أَزْوَاجًا﴾
৮) তোমাদের (নারী ও পুরুষ ) জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি ? 
﴿وَجَعَلْنَا نَوْمَكُمْ سُبَاتًا﴾
৯) তোমাদের ঘুমকে করেছি শান্তির বাহন , 
﴿وَجَعَلْنَا اللَّيْلَ لِبَاسًا﴾
১০) রাতকে করেছি আবরণ 
﴿وَجَعَلْنَا النَّهَارَ مَعَاشًا﴾
১১) এবং দিনকে জীবিকা আহরণের সময় ? 
﴿وَبَنَيْنَا فَوْقَكُمْ سَبْعًا شِدَادًا﴾
১২) তোমাদের ওপর সাতটি মজবুত আকাশ স্থাপন করেছি 
﴿وَجَعَلْنَا سِرَاجًا وَهَّاجًا﴾
১৩) এবং একটি অতি উজ্জ্বল ও উত্তপ্ত বাতি সৃষ্টি করেছি ? ১০ 
﴿وَأَنزَلْنَا مِنَ الْمُعْصِرَاتِ مَاءً ثَجَّاجًا﴾
১৪) আর মেঘমালা থেকে বর্ষণ করেছি অবিরাম বৃষ্টিধারা ,  
﴿لِّنُخْرِجَ بِهِ حَبًّا وَنَبَاتًا﴾
১৫) যাতে তার সাহায্যে উৎপন্ন করতে পারি  
﴿وَجَنَّاتٍ أَلْفَافًا﴾
১৬) শস্য , শাক সবজি ও নিবিড় বাগান ?১১  
﴿إِنَّ يَوْمَ الْفَصْلِ كَانَ مِيقَاتًا﴾
১৭) নিসন্দেহে বিচারের দিনটি নির্ধারিত হয়েই আছে৷  
﴿يَوْمَ يُنفَخُ فِي الصُّورِ فَتَأْتُونَ أَفْوَاجًا﴾
১৮) যেদিন শিংগায় ফুঁক দেয়া হবে , তোমরা দলে দলে বের হয়ে আসবে৷১২  
﴿وَفُتِحَتِ السَّمَاءُ فَكَانَتْ أَبْوَابًا﴾
১৯) আকাশ খুলে দেয়া হবে , ফলে তা কেবল দরজার পর দরজায় পরিণত হবে৷  
﴿وَسُيِّرَتِ الْجِبَالُ فَكَانَتْ سَرَابًا﴾
২০) আর পর্বতমালাকে চলমান করা হবে , ফলে তা মরীচিকায় পরিণত হবে৷১৩  
﴿إِنَّ جَهَنَّمَ كَانَتْ مِرْصَادًا﴾
২১) আসলে জাহান্নাম একটি ফাঁদ ৷১৪  
﴿لِّلطَّاغِينَ مَآبًا﴾
২২) বিদ্রোহীদের আবাস৷  
﴿لَّابِثِينَ فِيهَا أَحْقَابًا﴾
২৩) সেখানে তারা যুগের পর যুগ পড়ে থাকবে৷১৫  
﴿لَّا يَذُوقُونَ فِيهَا بَرْدًا وَلَا شَرَابًا﴾
২৪) সেখানে তারা কোন রকম ঠাণ্ডা পানযোগ্য কোন জিনিসের স্বাদই পাবে না৷১৬  
﴿إِلَّا حَمِيمًا وَغَسَّاقًا﴾
২৫) গরম পানি ও ক্ষতঝরা ছাড়া  
﴿جَزَاءً وِفَاقًا﴾
২৬) (তাদের কার্যকলাপের) পূর্ণ প্রতিফল৷  
﴿إِنَّهُمْ كَانُوا لَا يَرْجُونَ حِسَابًا﴾
২৭) তারা কোন হিসেব নিকেশের আশা করতো না৷  
﴿وَكَذَّبُوا بِآيَاتِنَا كِذَّابًا﴾
২৮) আমার আয়াতগুলোকে তারা একেবারেই মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছিল৷ ১৭  
﴿وَكُلَّ شَيْءٍ أَحْصَيْنَاهُ كِتَابًا﴾
২৯) অথচ প্রত্যেকটি জিনিস আমি গুণে গুণে লিখে রেখেছিলাম ৷ ১৮  
﴿فَذُوقُوا فَلَن نَّزِيدَكُمْ إِلَّا عَذَابًا﴾
৩০) এখন মজা বুঝ , আমি তোমাদের জন্য আযাব ছাড়া কোন জিনিসে আর কিছুই বাড়াবো না ৷  
﴿إِنَّ لِلْمُتَّقِينَ مَفَازًا﴾
৩১) অবশ্যি মুত্তাকীদের ১৯  জন্য সাফল্যের একটি স্থান রয়েছে৷  
﴿حَدَائِقَ وَأَعْنَابًا﴾
৩২) বাগ - বাগিচা , আঙুর ,  
﴿وَكَوَاعِبَ أَتْرَابًا﴾
৩৩) নবযৌবনা সমবয়সী তরুণীবৃন্দ ২০  
﴿وَكَأْسًا دِهَاقًا﴾
৩৪) এবং উচ্ছসিত পানপাত্র৷  
﴿لَّا يَسْمَعُونَ فِيهَا لَغْوًا وَلَا كِذَّابًا﴾
৩৫) সেখানে তারা শুনবে না কোন বাজে ও মিথ্যা কথা৷২১  
﴿جَزَاءً مِّن رَّبِّكَ عَطَاءً حِسَابًا﴾
৩৬) প্রতিদান ও যথেষ্ট পুরস্কার ২২  তোমাদের রবের পক্ষ থেকে ,  
﴿رَّبِّ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمَا بَيْنَهُمَا الرَّحْمَٰنِ ۖ لَا يَمْلِكُونَ مِنْهُ خِطَابًا﴾
৩৭) সেই পরম করুণাময় আল্লাহর পক্ষ থেকে যিনি পৃথিবী ও আকাশসমূহের এবং তাদের মধ্যবর্তী প্রত্যেকটি জিনিসের মালিক , যার সামনে কারো কথা বলার শক্তি থাকবে না৷২৩  
﴿يَوْمَ يَقُومُ الرُّوحُ وَالْمَلَائِكَةُ صَفًّا ۖ لَّا يَتَكَلَّمُونَ إِلَّا مَنْ أَذِنَ لَهُ الرَّحْمَٰنُ وَقَالَ صَوَابًا﴾
৩৮) যেদিন রূহ ২৪  ও ফেরেশতারা সারিবদ্ধ হয়ে দাঁড়াবে৷ পরম করুণাময় যাকে অনুমতি দেবেন এবং যে ঠিক কথা বলবে, সে ছাড়া আর কেউ কথা বলবে না৷২৫  
﴿ذَٰلِكَ الْيَوْمُ الْحَقُّ ۖ فَمَن شَاءَ اتَّخَذَ إِلَىٰ رَبِّهِ مَآبًا﴾
৩৯) সেদিনটি নিশ্চিতভাবেই আসবে৷ এখন যার ইচ্ছ নিজের রবের দিকে ফেরার পথ ধরুক৷  
﴿إِنَّا أَنذَرْنَاكُمْ عَذَابًا قَرِيبًا يَوْمَ يَنظُرُ الْمَرْءُ مَا قَدَّمَتْ يَدَاهُ وَيَقُولُ الْكَافِرُ يَا لَيْتَنِي كُنتُ تُرَابًا﴾
৪০) যে আযাবটি কাছে এসে গেছে সে সম্পর্কে আমি তোমাদের সতর্ক করে দিলাম৷২৬  যেদিন মানুষ সেসব কিছুই দেখবে যা তার দুটি হাত আগেই পাঠিয়ে দিয়েছে এবং কাফের বলে উঠবে , হায় ! আমি যদি মাটি হতাম ৷২৭