সঠিকভাবে আরবি দেখার জন্য PDMS Saleem Quran Font ফন্টটি ডাউনলোড করে ইনস্টল করুন।
আরবি কুরআনের টেক্সট তানজিল.ইনফো থেকে ডাউনলোড করা হয়েছে।
আমাদের টাইপ করা বইগুলোতে বানান ভুল রয়ে গিয়েছে প্রচুর। আমরা ভুলগুলো ঠিক করার চেষ্টা করছি ক্রমাগত। ভুল শুধরানো এবং টাইপ সেটিং জড়িত কাজে সহায়তা করতে যোগাযোগ করুন আমাদের সাথে।
<< সূরা তালিকা
আবাসা
ভূমিকা (নামকরণ, শানে নুযূল, পটভূমি ও বিষয়বস্তুর জন্য ক্লিক করুন)

﴿بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ عَبَسَ وَتَوَلَّىٰ﴾
১) ভ্রুকুঁচকাল ও মুখ ফিরিয়ে নিল ,  
﴿أَن جَاءَهُ الْأَعْمَىٰ﴾
২) কারণ সেই অন্ধটি তার কাছে এসেছে ৷  
﴿وَمَا يُدْرِيكَ لَعَلَّهُ يَزَّكَّىٰ﴾
৩) তুমি কী জানো , হয়তো সে শুধরে যেতে  
﴿أَوْ يَذَّكَّرُ فَتَنفَعَهُ الذِّكْرَىٰ﴾
৪) অথবা উপদেশের প্রতি মনোযোগী হতো এবং উপদেশ দেয়া তার জন্য উপকারী হতো ?  
﴿أَمَّا مَنِ اسْتَغْنَىٰ﴾
৫) যে ব্যক্তি বেপরোয়া ভাব দেখায়  
﴿فَأَنتَ لَهُ تَصَدَّىٰ﴾
৬) তুমি তার প্রতি মনোযোগী হও ,  
﴿وَمَا عَلَيْكَ أَلَّا يَزَّكَّىٰ﴾
৭) অথচ সে যদি শুধরে না যায় তাহলে তোমার উপর এর কি দায়িত্ব আছে ?  
﴿وَأَمَّا مَن جَاءَكَ يَسْعَىٰ﴾
৮) আর যে নিজে তোমার কাছে দৌড়ে আসে  
﴿وَهُوَ يَخْشَىٰ﴾
৯) এবং সে ভীত হচ্ছে ,  
﴿فَأَنتَ عَنْهُ تَلَهَّىٰ﴾
১০) তার দিক থেকে তুমি মুখ ফিরিয়ে নিচ্ছো ৷ 
﴿كَلَّا إِنَّهَا تَذْكِرَةٌ﴾
১১) কখনো নয় ,  এটি তো একটি উপদেশ  
﴿فَمَن شَاءَ ذَكَرَهُ﴾
১২) যার ইচছা এটি গ্রহণ করবে ৷  
﴿فِي صُحُفٍ مُّكَرَّمَةٍ﴾
১৩) এটি এমন সব বইতে লিখিত আছে , যা সম্মানিত ,  
﴿مَّرْفُوعَةٍ مُّطَهَّرَةٍ﴾
১৪) উন্নত মর্যাদা সম্পন্ন ও পবিত্র  
﴿بِأَيْدِي سَفَرَةٍ﴾
১৫) এটি মর্যাদাবান  
﴿كِرَامٍ بَرَرَةٍ﴾
১৬) ও পূত চরিত্র লেখকদের  হাতে থাকে৷  
﴿قُتِلَ الْإِنسَانُ مَا أَكْفَرَهُ﴾
১৭) লানত মানুষের প্রতি ,  সে কত বড় সত্য অস্বীকারকারী ! ১০ 
﴿مِنْ أَيِّ شَيْءٍ خَلَقَهُ﴾
১৮) কোন জিনিস থেকে আল্লাহ তাকে সৃষ্টি করেছেন ?  
﴿مِن نُّطْفَةٍ خَلَقَهُ فَقَدَّرَهُ﴾
১৯) এক বিন্দু শুত্রু থেকে ১১ আল্লাহ তাকে সৃষ্টি করেছেন ,  
﴿ثُمَّ السَّبِيلَ يَسَّرَهُ﴾
২০) পরে তার তকদীর নির্দিষ্ট করেছেন , ১২ তারপর তার জন্য জীবনের পথ সহজ করেছেন ১৩ 
﴿ثُمَّ أَمَاتَهُ فَأَقْبَرَهُ﴾
২১) তারপর তাকে মৃত্যু দিয়েছেন এবং কবরে পৌঁছিয়ে দিয়েছেন৷১৪ 
﴿ثُمَّ إِذَا شَاءَ أَنشَرَهُ﴾
২২) তারপর যখন তিনি চাইবেন তাকে আবার উঠিয়ে দাঁড় করিয়ে দেবেন৷ ১৫ 
﴿كَلَّا لَمَّا يَقْضِ مَا أَمَرَهُ﴾
২৩) কখনো নয় , আল্লাহ তাকে যে কর্তব্য পালন করার হুকুম দিয়েছিলেন তা সে পালন করেনি৷১৬ 
﴿فَلْيَنظُرِ الْإِنسَانُ إِلَىٰ طَعَامِهِ﴾
২৪) মানুষ তার খাদ্যের দিকে একবার নজর দেক৷ ১৭ 
﴿أَنَّا صَبَبْنَا الْمَاءَ صَبًّا﴾
২৫) আমি প্রচুর পানি ঢেলেছি৷১৮ 
﴿ثُمَّ شَقَقْنَا الْأَرْضَ شَقًّا﴾
২৬) তারপর যমীনকে অদ্ভুতভাবে বিদীর্ণ করেছি৷১৯ 
﴿فَأَنبَتْنَا فِيهَا حَبًّا﴾
২৭) এরপর তার মধ্যে উৎপন্ন করেছি  
﴿وَعِنَبًا وَقَضْبًا﴾
২৮) শস্য , আঙুর ,  
﴿وَزَيْتُونًا وَنَخْلًا﴾
২৯) শাক-সবজি, যয়তুন ,  
﴿وَحَدَائِقَ غُلْبًا﴾
৩০) খেজুর , ঘন বাগান ,  
﴿وَفَاكِهَةً وَأَبًّا﴾
৩১) নানা জাতের ফল ও ঘাস  
﴿مَّتَاعًا لَّكُمْ وَلِأَنْعَامِكُمْ﴾
৩২) তোমাদের ও তোমাদের গৃহপালিত পশুর জীবন ধারণের সামগ্রী হিসেবে৷২০ 
﴿فَإِذَا جَاءَتِ الصَّاخَّةُ﴾
৩৩) অবশেষে যখন সেই কান ফাটানো আওয়াজ আসবে২১ 
﴿يَوْمَ يَفِرُّ الْمَرْءُ مِنْ أَخِيهِ﴾
৩৪) সেদিন মানুষ পালাতে থাকবে  
﴿وَأُمِّهِ وَأَبِيهِ﴾
৩৫) নিজের ভাই, বোন ,  
﴿وَصَاحِبَتِهِ وَبَنِيهِ﴾
৩৬) মা , বাপ , স্ত্রী ও ছেলেমেয়েদের থেকে ৷ ২২ 
﴿لِكُلِّ امْرِئٍ مِّنْهُمْ يَوْمَئِذٍ شَأْنٌ يُغْنِيهِ﴾
৩৭) তাদের প্রত্যেকে সেদিন এমন কঠিন সময়ের মুখোমুখি হবে যে , নিজের ছাড়া আর কারোর কথা তার মনে থাকবে না ৷ ২৩ 
﴿وُجُوهٌ يَوْمَئِذٍ مُّسْفِرَةٌ﴾
৩৮) সেদিন কতক চেহারা উজ্জ্বল হয়ে উঠবে ,  
﴿ضَاحِكَةٌ مُّسْتَبْشِرَةٌ﴾
৩৯) হাসিমুখ ও খুশীতে ডগবগ করবে৷  
﴿وَوُجُوهٌ يَوْمَئِذٍ عَلَيْهَا غَبَرَةٌ﴾
৪০) আবার কতক চেহারা হবে সেদিন ধূলিমলিন ,  
﴿تَرْهَقُهَا قَتَرَةٌ﴾
৪১) কালিমাখা ৷  
﴿أُولَٰئِكَ هُمُ الْكَفَرَةُ الْفَجَرَةُ﴾
৪২) তারাই হবে কাফের ও পাপী ৷