সঠিকভাবে আরবি দেখার জন্য PDMS Saleem Quran Font ফন্টটি ডাউনলোড করে ইনস্টল করুন।
আরবি কুরআনের টেক্সট তানজিল.ইনফো থেকে ডাউনলোড করা হয়েছে।
আমাদের টাইপ করা বইগুলোতে বানান ভুল রয়ে গিয়েছে প্রচুর। আমরা ভুলগুলো ঠিক করার চেষ্টা করছি ক্রমাগত। ভুল শুধরানো এবং টাইপ সেটিং জড়িত কাজে সহায়তা করতে যোগাযোগ করুন আমাদের সাথে।
<< সূরা তালিকা
আল ইনফিতার
ভূমিকা (নামকরণ, শানে নুযূল, পটভূমি ও বিষয়বস্তুর জন্য ক্লিক করুন)

﴿بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ إِذَا السَّمَاءُ انفَطَرَتْ﴾
১) যখন আকাশ ফেটে যাবে , 
﴿وَإِذَا الْكَوَاكِبُ انتَثَرَتْ﴾
২) যখন তারকারা চারদিকে বিক্ষিপ্ত হয়ে যাবে , 
﴿وَإِذَا الْبِحَارُ فُجِّرَتْ﴾
৩) যখন সমুদ্র ফাটিয়ে ফেলা হবে  
﴿وَإِذَا الْقُبُورُ بُعْثِرَتْ﴾
৪) এবং যখন কবরগুলো খুলে ফেলা হবে, 
﴿عَلِمَتْ نَفْسٌ مَّا قَدَّمَتْ وَأَخَّرَتْ﴾
৫) তখন প্রত্যেক ব্যক্তি তার সামনের ও পেছনের সবকিছু জেনে যাবে ৷  
﴿يَا أَيُّهَا الْإِنسَانُ مَا غَرَّكَ بِرَبِّكَ الْكَرِيمِ﴾
৬) হে মানুষ ! কোন জিনিষ তোমাকে তোমার মহান রবের ব্যাপারে ধোঁকায় ফেলে রেখেছে , 
﴿الَّذِي خَلَقَكَ فَسَوَّاكَ فَعَدَلَكَ﴾
৭) যিনি তোমাকে সৃষ্টি করেছেন , তোমাকে সুঠাম ও সুসামঞ্জস্য করে গড়েছেন 
﴿فِي أَيِّ صُورَةٍ مَّا شَاءَ رَكَّبَكَ﴾
৮) এবং যে আকৃতিতে চেয়েছেন তোমাকে গঠন করেছেন ৷  
﴿كَلَّا بَلْ تُكَذِّبُونَ بِالدِّينِ﴾
৯) কখনো না,  বরং ( আসল কথা হচ্ছে এই যে ) , তোমরা শাস্তি ও পুরস্কারকে মিথ্যা মনে করছো৷ 
﴿وَإِنَّ عَلَيْكُمْ لَحَافِظِينَ﴾
১০) অথচ তোমাদের ওপর পরিদর্শক নিযুক্ত রয়েছে ,  
﴿كِرَامًا كَاتِبِينَ﴾
১১) এমন সম্মানিত লেখকবৃন্দ , 
﴿يَعْلَمُونَ مَا تَفْعَلُونَ﴾
১২) যারা তোমাদের প্রত্যেকটি কাজ জানে৷ 
﴿إِنَّ الْأَبْرَارَ لَفِي نَعِيمٍ﴾
১৩) নিসন্দেহে নেক লোকেরা পরমানন্দে থাকবে 
﴿وَإِنَّ الْفُجَّارَ لَفِي جَحِيمٍ﴾
১৪) আর পাপীরা অবশ্যি যাবে জাহান্নামে ৷ 
﴿يَصْلَوْنَهَا يَوْمَ الدِّينِ﴾
১৫) কর্মফলের দিন তারা তার মধ্যে প্রবশ করবে 
﴿وَمَا هُمْ عَنْهَا بِغَائِبِينَ﴾
১৬) এবং সেখান থেকে কোনক্রমেই সরে পড়তে পারবে না৷ 
﴿وَمَا أَدْرَاكَ مَا يَوْمُ الدِّينِ﴾
১৭) আর তোমরা কি জানো , ঐ কর্মফল দিনটি কি ? 
﴿ثُمَّ مَا أَدْرَاكَ مَا يَوْمُ الدِّينِ﴾
১৮) হাঁ , তোমরা কি জানো , ঐ কর্মফল দিনটি কি ? 
﴿يَوْمَ لَا تَمْلِكُ نَفْسٌ لِّنَفْسٍ شَيْئًا ۖ وَالْأَمْرُ يَوْمَئِذٍ لِّلَّهِ﴾
১৯) এটি সেই দিন যখন কারোর জন্য কোন কিছু করার সাধ্য কারোর থাকবে না ৷ ফায়সালা সেদিন একমাত্র আল্লাহর ইখতিয়ারে থাকবে৷