সঠিকভাবে আরবি দেখার জন্য PDMS Saleem Quran Font ফন্টটি ডাউনলোড করে ইনস্টল করুন।
আরবি কুরআনের টেক্সট তানজিল.ইনফো থেকে ডাউনলোড করা হয়েছে।
আমাদের টাইপ করা বইগুলোতে বানান ভুল রয়ে গিয়েছে প্রচুর। আমরা ভুলগুলো ঠিক করার চেষ্টা করছি ক্রমাগত। ভুল শুধরানো এবং টাইপ সেটিং জড়িত কাজে সহায়তা করতে যোগাযোগ করুন আমাদের সাথে।
<< সূরা তালিকা
আল আলা
ভূমিকা (নামকরণ, শানে নুযূল, পটভূমি ও বিষয়বস্তুর জন্য ক্লিক করুন)

﴿بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ سَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى﴾
১) ( হে নবী ) তোমার সুমহান রবের নামরে তাসবীহ পাঠ করো৷ 
﴿الَّذِي خَلَقَ فَسَوَّىٰ﴾
২) যিনি সৃষ্টি করেছেন এবং সমতা কায়েম করেছেন৷  
﴿وَالَّذِي قَدَّرَ فَهَدَىٰ﴾
৩) যিনি তাকদীর গড়েছেন তারপর পথ দেখিয়েছেন৷ 
﴿وَالَّذِي أَخْرَجَ الْمَرْعَىٰ﴾
৪) যিনি উদ্ভিদ উৎপন্ন করেছেন৷ 
﴿فَجَعَلَهُ غُثَاءً أَحْوَىٰ﴾
৫) তারপর তাদেরকে কালো আবর্জনায় পরিণত করেছেন৷ 
﴿سَنُقْرِئُكَ فَلَا تَنسَىٰ﴾
৬) আমি তোমাকে পড়িয়ে দেবো , তারপর তুমি আর ভুলবে না৷ 
﴿إِلَّا مَا شَاءَ اللَّهُ ۚ إِنَّهُ يَعْلَمُ الْجَهْرَ وَمَا يَخْفَىٰ﴾
৭) তবে আল্লাহ যা চান তা ছাড়া ৷ তিনি জানেন প্রকাশ্য এবং যা কিছু গোপন আছে তাও৷ 
﴿وَنُيَسِّرُكَ لِلْيُسْرَىٰ﴾
৮) আর আমি তোমাকে সহজ পথের সুযোগ সুবিধা দিচ্ছি৷  
﴿فَذَكِّرْ إِن نَّفَعَتِ الذِّكْرَىٰ﴾
৯) কাজেই তুমি উপদেশ দাও , যদি উপদেশ উপকারী হয়১০ 
﴿سَيَذَّكَّرُ مَن يَخْشَىٰ﴾
১০) যে ভয় করে সে উপদেশ গ্রহণ করে নেবে৷১১ 
﴿وَيَتَجَنَّبُهَا الْأَشْقَى﴾
১১) আর তার প্রতি অবহেলা করবে নিতান্ত দুর্ভাগাই , 
﴿الَّذِي يَصْلَى النَّارَ الْكُبْرَىٰ﴾
১২) যে বৃহৎ আগুনে প্রবেশ করবে , 
﴿ثُمَّ لَا يَمُوتُ فِيهَا وَلَا يَحْيَىٰ﴾
১৩) তারপর সেখানে মরবেও না, বাঁচবেও না ৷১২ 
﴿قَدْ أَفْلَحَ مَن تَزَكَّىٰ﴾
১৪) সে সফলকাম হয়েছে , যে পবিত্রতা অবলম্বন করেছে ১৩ 
﴿وَذَكَرَ اسْمَ رَبِّهِ فَصَلَّىٰ﴾
১৫) এবং নিজের রবের নাম স্মরণ করেছে ১৪ তারপর নামায পড়েছে ৷ ১৫ 
﴿بَلْ تُؤْثِرُونَ الْحَيَاةَ الدُّنْيَا﴾
১৬) কিন্তু তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে থাকো৷১৬ 
﴿وَالْآخِرَةُ خَيْرٌ وَأَبْقَىٰ﴾
১৭) অথচ আখেরাত উৎকৃষ্ট ও স্থায়ী৷১৭ 
﴿إِنَّ هَٰذَا لَفِي الصُّحُفِ الْأُولَىٰ﴾
১৮) পূর্বে অবতীর্ণ সহীফাগুলোয় একথাই বলা হয়েছিল , 
﴿صُحُفِ إِبْرَاهِيمَ وَمُوسَىٰ﴾
১৯) ইবরাহীম ও মূসার সহীফায়৷১৮