সঠিকভাবে আরবি দেখার জন্য PDMS Saleem Quran Font ফন্টটি ডাউনলোড করে ইনস্টল করুন।
আরবি কুরআনের টেক্সট তানজিল.ইনফো থেকে ডাউনলোড করা হয়েছে।
আমাদের টাইপ করা বইগুলোতে বানান ভুল রয়ে গিয়েছে প্রচুর। আমরা ভুলগুলো ঠিক করার চেষ্টা করছি ক্রমাগত। ভুল শুধরানো এবং টাইপ সেটিং জড়িত কাজে সহায়তা করতে যোগাযোগ করুন আমাদের সাথে।
<< সূরা তালিকা
আল গাশিয়া
ভূমিকা (নামকরণ, শানে নুযূল, পটভূমি ও বিষয়বস্তুর জন্য ক্লিক করুন)

﴿بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ هَلْ أَتَاكَ حَدِيثُ الْغَاشِيَةِ﴾
১) তোমার কাছে আচ্ছন্নকারী বিপদের খবর এসে পৌঁছেছে কি ? 
﴿وُجُوهٌ يَوْمَئِذٍ خَاشِعَةٌ﴾
২) কিছু চেহারা  সেদিন হবে ভীত কাতর , 
﴿عَامِلَةٌ نَّاصِبَةٌ﴾
৩) কঠোর পরিশ্রম রত , ক্লান্ত - পরিশ্রন্ত ৷  
﴿تَصْلَىٰ نَارًا حَامِيَةً﴾
৪) জ্বলন্ত আগুনে ঝলসে যেতে থাকবে৷ 
﴿تُسْقَىٰ مِنْ عَيْنٍ آنِيَةٍ﴾
৫) ফুটন্ত ঝরণার পানি তাদেরকে দেয়া হবে পান করার জন্য৷ 
﴿لَّيْسَ لَهُمْ طَعَامٌ إِلَّا مِن ضَرِيعٍ﴾
৬) তাদের জন্য কাঁটাওয়ালা শুকনো ঘাস ছাড়া আর কোন খাদ্য থাকবে না৷ 
﴿لَّا يُسْمِنُ وَلَا يُغْنِي مِن جُوعٍ﴾
৭) তা তাদেরকে পুষ্ট করবে না এবং ক্ষুধাও মেটাবে না৷ 
﴿وُجُوهٌ يَوْمَئِذٍ نَّاعِمَةٌ﴾
৮) কিছু চেহারা সেদিন আলোকোজ্জ্বল হবে৷ 
﴿لِّسَعْيِهَا رَاضِيَةٌ﴾
৯) নিজেদের কর্ম সাফল্যে আনন্দিত হবে৷ 
﴿فِي جَنَّةٍ عَالِيَةٍ﴾
১০) উচ্চ মর্যাদার জান্নাতে অবস্থান করবে৷ 
﴿لَّا تَسْمَعُ فِيهَا لَاغِيَةً﴾
১১) সেখানে কোন বাজে কথা শুনবে না৷ 
﴿فِيهَا عَيْنٌ جَارِيَةٌ﴾
১২) যেখানে থাকবে বহমান ঝরণাধারা ৷ 
﴿فِيهَا سُرُرٌ مَّرْفُوعَةٌ﴾
১৩) সেখানে উঁচু আসন থাকবে , 
﴿وَأَكْوَابٌ مَّوْضُوعَةٌ﴾
১৪) পানপাত্রসমূহ থাকবে ৷ 
﴿وَنَمَارِقُ مَصْفُوفَةٌ﴾
১৫) সারি সারি বালিশ সাজানো থাকবে 
﴿وَزَرَابِيُّ مَبْثُوثَةٌ﴾
১৬) এবং উৎকৃষ্ট বিছানা পাতা থাকবে৷ 
﴿أَفَلَا يَنظُرُونَ إِلَى الْإِبِلِ كَيْفَ خُلِقَتْ﴾
১৭) (এরা মানছে না ) তাহলে কি এরা উটগুলো দেখছে না , কিভাবে তাদেরকে সৃষ্টি করা হয়েছে ? 
﴿وَإِلَى السَّمَاءِ كَيْفَ رُفِعَتْ﴾
১৮) আকাশ দেখছে না , কিভাবে তাকে উঠানো হয়েছে ? 
﴿وَإِلَى الْجِبَالِ كَيْفَ نُصِبَتْ﴾
১৯) পাহাড়গুলো দেখছে না , কিভাবে তাদেরকে শক্তভাবে বসানো হয়েছে ? 
﴿وَإِلَى الْأَرْضِ كَيْفَ سُطِحَتْ﴾
২০) আর যমীনকে দেখছে না ,কিভাবে তাকে বিছানো হয়েছে ? 
﴿فَذَكِّرْ إِنَّمَا أَنتَ مُذَكِّرٌ﴾
২১) বেশ (হে নবী ) তাহলে তুমি উপদেশ দিয়ে যেতে থাকো ৷ তুমি তো শুধু মাত্র একজন উপদেশক, 
﴿لَّسْتَ عَلَيْهِم بِمُصَيْطِرٍ﴾
২২) এদের উপর বল প্রয়োগকারী নও ৷ 
﴿إِلَّا مَن تَوَلَّىٰ وَكَفَرَ﴾
২৩) তবে যে ব্যক্তি মুখ ফিরিয়ে নেবে এবং অস্বীকার করবে, 
﴿فَيُعَذِّبُهُ اللَّهُ الْعَذَابَ الْأَكْبَرَ﴾
২৪) আল্লাহ তাকে মহাশাস্তি দান করবেন ৷ 
﴿إِنَّ إِلَيْنَا إِيَابَهُمْ﴾
২৫) অবশ্যি এদের আমার কাছেই ফিরে আসতে হবে ৷ 
﴿ثُمَّ إِنَّ عَلَيْنَا حِسَابَهُم﴾
২৬) তারপর এদের হিসেব নেয়া হবে আমারই দায়িত্ব ৷