সঠিকভাবে আরবি দেখার জন্য PDMS Saleem Quran Font ফন্টটি ডাউনলোড করে ইনস্টল করুন।
আরবি কুরআনের টেক্সট তানজিল.ইনফো থেকে ডাউনলোড করা হয়েছে।
আমাদের টাইপ করা বইগুলোতে বানান ভুল রয়ে গিয়েছে প্রচুর। আমরা ভুলগুলো ঠিক করার চেষ্টা করছি ক্রমাগত। ভুল শুধরানো এবং টাইপ সেটিং জড়িত কাজে সহায়তা করতে যোগাযোগ করুন আমাদের সাথে।
<< সূরা তালিকা
আল আলাক
ভূমিকা (নামকরণ, শানে নুযূল, পটভূমি ও বিষয়বস্তুর জন্য ক্লিক করুন)

﴿بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ اقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ﴾
১) পড়ো ( হে নবী ) , তোমার রবের নামে ৷  যিনি সৃষ্টি করেছেন৷  
﴿خَلَقَ الْإِنسَانَ مِنْ عَلَقٍ﴾
২) জমাট বাঁধা রক্তের দলা থেকে মানুষকে সৃষ্টি করেছেন৷ 
﴿اقْرَأْ وَرَبُّكَ الْأَكْرَمُ﴾
৩) পড়ো , এবং তোমার রব বড় মেহেরবান ,  
﴿الَّذِي عَلَّمَ بِالْقَلَمِ﴾
৪) যিনি কলমের সাহায্যে জ্ঞান শিখিয়েছেন৷  
﴿عَلَّمَ الْإِنسَانَ مَا لَمْ يَعْلَمْ﴾
৫) মানুষকে এমন জ্ঞান দিয়েছেন , যা সে জানতো না৷  
﴿كَلَّا إِنَّ الْإِنسَانَ لَيَطْغَىٰ﴾
৬) কখনই নয় ,  মানুষ সীমালংঘন করে৷ 
﴿أَن رَّآهُ اسْتَغْنَىٰ﴾
৭) কারণ সে নিজেকে দেখে অভাবমুক্ত৷ 
﴿إِنَّ إِلَىٰ رَبِّكَ الرُّجْعَىٰ﴾
৮) (অথচ) নিশ্চিতভাবেই তোমার রবের দিকেই ফিরে আসতে হবে৷  
﴿أَرَأَيْتَ الَّذِي يَنْهَىٰ﴾
৯) তুমি কি দেখেছো সেই ব্যক্তিকে  
﴿عَبْدًا إِذَا صَلَّىٰ﴾
১০) যে এক বান্দাকে নিষেধ করে যখন সে নামায পড়ে৷১০ 
﴿أَرَأَيْتَ إِن كَانَ عَلَى الْهُدَىٰ﴾
১১) তুমি কি মনে করো , যদি ( সেই বান্দা ) সঠিক পথে থাকে  
﴿أَوْ أَمَرَ بِالتَّقْوَىٰ﴾
১২) অথবা তাকওয়ার নির্দেশ দেয়?  
﴿أَرَأَيْتَ إِن كَذَّبَ وَتَوَلَّىٰ﴾
১৩) তুমি কি মনে করো , যদি ( এই নিষেধকারী সত্যের প্রতি ) মিথ্যা আরোপ করে এবং মুখ ফিরিয়ে নেয় ?  
﴿أَلَمْ يَعْلَم بِأَنَّ اللَّهَ يَرَىٰ﴾
১৪) সে কি জানে না , আল্লাহ দেখছেন ? ১১ 
﴿كَلَّا لَئِن لَّمْ يَنتَهِ لَنَسْفَعًا بِالنَّاصِيَةِ﴾
১৫) কখনই নয় , ১২ যদি সে বিরত না হয় তাহলে আমি তার কপালের দিকে চুল ধরে তাকে টানবো , 
﴿نَاصِيَةٍ كَاذِبَةٍ خَاطِئَةٍ﴾
১৬) সেই কপালের চুল ( ওয়ালা ) যে মিথ্যুক ও কঠিন অপরাধকারী৷ ১৩ 
﴿فَلْيَدْعُ نَادِيَهُ﴾
১৭) সে তার সমর্থক দলকে ডেকে নিক১৪ 
﴿سَنَدْعُ الزَّبَانِيَةَ﴾
১৮) আমি ডেকে নিই আযাবের ফেরেশতাদেরকে ৷ ১৫ 
﴿كَلَّا لَا تُطِعْهُ وَاسْجُدْ وَاقْتَرِب ۩﴾
১৯) কখনই নয়, তার কথা মেনে নিয়ো না , তুমি সিজদা করো এবং ( তোমার রবের ) নৈকট্য অর্জন করো৷১৬